1970-12-10
By UNI
Page: 1
নয়াদিল্লি, ৯ই ডিসেম্বর-আজ বি বি সির খবরে বলা হয়েছে যে, পাকিস্থান পিপল্স্ পার্টির চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো দেশের ভবিষ্যৎ গঠনতন্ত্র সম্পর্কে পূর্ব পাকিস্থানের আওয়ামী লীগের বিজয়ী নেতা শেখ মুজিবর রহমানের সঙ্গে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বি বি সির একজন প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে মিঃ ভুট্টো বলেন যে, দেশের স্বার্থে তিনি কোন পূর্ব নির্দিষ্ট মনোভাব না নিয়েই মিঃ মুজিবর রহমানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন।
বি বি সির প্রতিনিধির নিজের ধারণা হচ্ছে যে, মিঃ ভুট্টো এবং মিঃ রহমানের মধ্যে একটা সমঝোতায় পৌছানো খুব দুরহ হবে না।
গত সোমবার ৩ শোটি আসনের মধ্যে যে ২৯০টি আসনে নির্বাচন হয়েছে তাতে একমাত্র পূর্ব পাকিস্থানেই জাতীয় আওয়ামী লীগ দল যে সংখ্যাক আসন লাভ করেছে তাতে নতুন গণ-পরিষদে এই দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে। ১৫৩টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৫১টি আসন পেয়েছে। আওয়ামী লীগ এখন জনপ্রিয়তার সর্বোচ্চ শিখর আসীন। কিছুদিন পরে ঘুর্ণিবাত্যা বিধ্বস্ত অঞ্চলের যে ৯টি আসনে নির্বাচন হবে, সে ৯টি আসনেও তারা জয়লাভ করবে মনে হয়। এর ফলে গণ-পরিষদে এই দলের প্রাধান্য আরও সুপ্রতিষ্ঠিত হবে। তাছাড়া আওয়ামী লীগ তাদের ভোট সংখ্যার জোরে পূর্ব পাকিস্থানের জন্য নির্দিষ্ট ৭টি মনোনীত মহিলা আসনের সব কটিই এই দল লাভ করবে।
মহিলাদের মনোনয়ন পর্ব শেষ হলেই গণ-পরিষদের সদস্য সংখ্যা দাঁড়াবে ৩১৩।
ভুট্টোর পিপলস্ পার্টি এ পর্যন্ত ১৩০টি আসনের মধ্যে ৮১টি আসন পেয়ে পশ্চিম পাকিস্থানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। ভুট্টো তাঁর নির্বাচন কেন্দ্র লারকান-য় বলেন যে, তাঁর দল জনগণের মৌল অধিকার স্বীকৃত হবে, এমন একটি সংবিধান রচনায় সাহায্য করবে।
মুজিবর রহমান ঢাকায় আওয়ামী লীগ দলের এক বৈঠকে বলেন যে, তাঁর দলের এই জয় থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে, জনগণ তাঁর কর্মসূচী সমর্থন করে। - ইউ এন আই