1970-12-10
By Press Trust of India (PTI)
Page: 5
রাষ্ট্রসঙ্ঘ, ৯ই ডিসেম্বর-স্বাধীনতার ২৩ বছর পরে প্রাপ্ত বয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে পাকিস্থানের নির্বাচনের যে ফলাফল হয়েছে তাতে পাকিস্থানে অনিশ্চয়তার সৃষ্টি হলো বলে সাধারণভাবে এখানে মনে করা হচ্ছে। তাঁরা মনে করছেন এর ফলে বরং অনেক প্রশ্নের উদ্ভব হলো।
পাকিস্থানের নির্বাচনের ফলাফল সম্পর্কে ওয়াশিংটনে মার্কিণ সরকারী মহল কোন রকম মন্তব্য করেন নি, যদিও তাঁরা যে খুসি হতে পারেন নি তা স্পষ্টই বোঝা যায়।
এই নির্বাচনের পর পাকিস্থানের নিজের ভবিষ্যৎ কি হবে, ভারতের সঙ্গে তার সম্পর্কই বা কি দাঁড়াবে এবং পাকিস্থানে চীন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েট ইউনিয়নের প্রভাবই বা কতটা থাকবে সে সম্পর্কে সাধারণভাবে মার্কিণ কুটনীতিকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
পাকিস্থান থেকে যে সব খবর পাওয়া যাচ্ছে, তাতে পশ্চিম পাকিস্থানে ভুট্টোর পিপল্স পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং পূর্ব পাকিস্থানে মুজিবর রহমানের জাতীয় আওয়ামী লীগ দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতাকে সমাজতান্ত্রিক দলগুলির জয় বলে বলা হচ্ছে বটে, কিন্তু এখানে পর্যবেক্ষকগণ এই দুই দলের জয়লাভের একটু অন্য দৃষ্টিতে দেখছেন। -পি, টি, আই,