নয়াদিল্লী, ১০ই ডিসেম্বর (ইউ এন আই)- পাকিস্থান জাতীয় পরিষদের আর একটি আসনের ফল আজ ঘোষণা করা হয়েছে। ঐ আসনটি পেয়েছেন জাতীয় আওয়ামী দল (ওয়ালি খাঁ গ্রুপ) কোয়েকটা নির্বাচন কেন্দ্রের ফলাফল ঘোষণার পর জাতীয় পরিষদের ৩০০ আসনের মধ্যে ২৯১ টি আসনের ফল বেসরকারীভাবে জানা গেছে।
ভূট্টো পূর্ব পাকিস্থানে যাবেন
পশ্চিম পাকিস্থানের নির্বাচনের বিজয়ী নেতা মিঃ জেড এ ভুট্টো আজ বলেন যে, তিনি পূর্ব পাকিস্থানের ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকাসমূহ সফর করবেন।
করাচী থেকে ৩০০ মাইল দূরে লরখানাতে মিঃ ভূট্টো সাংবাদিকদের জানান যে, ১৭ই ডিসেম্বর প্রাদেশিক নির্বাচনের পর তিনি পূর্ব পাকিস্থানে যাবেন।
সিন্ধু ও পাঞ্জাব থেকে মিঃ ভুট্টোর দল ৮১টি আসনের মধ্যে ৮০টি আসন লাভ করেছেন। তিনি এখন ঐ দুটি প্রদেশ সফর করবেন।
মিঃ ভুট্টো পূর্ব পাকিস্থানেরও ঘুর্ণিঝড় বিধ্বস্ত এলাকা সফর করার সময় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।
জাতীয় পরিষদের নির্বাচন পূর্ব পাকিস্থানের ১৫৩টি আসনের মধ্যে শেখ মুজিবরের আওয়ামী লীগ ১৫১টি আসন লাভ করেছেন।
জাতীয় পরিষদকে ১২০ দিনের মধ্যে সংবিধানের খসড়া তৈরী করার কাজ শেষ করতে হলে এই দুই নেতার মধ্যে বুঝাপড়া হওয়া খুবই প্রয়োজন।
পূর্ব পাকিস্থানের দুর্গত ভাইবোনদের দেখতে না আসার জন্য এক পক্ষকাল আগে শেখ মুজিবর রহমান পশ্চিম পাকিস্থানের নেতাদের সমালোচনা করেছিলেন। সে সময় তিনি মিঃ ভুট্টোর নামেল্লেখ না করায় এই দুই নেতার মধ্যে একটি প্রচ্ছন্ন বুঝাপড়ার মনোভাব রয়েছে বলে বিশ্বাস উদ্রেক করছে।
সংখ্যাগরিষ্ঠতার ব্যাখ্যা
পাক জাতীয় পরিষদে শেখ মুজিবরের সংখ্যাগরিষ্ঠতা থাকাটা বড় কথা নয় বলে পর্যবেক্ষক মহলের অভিমত। কারণ প্রথমে সংবিধান সম্পর্কে মতৈক্য প্রয়োজন। প্রেসিডেন্টের বিধান অনুযায়ী সংবিধান পাশ করতে হলে শুধু নিরঙ্কুশ গরিষ্ঠতা থাকলে হবে না, পাঁচটি ফেডারেল প্রদেশের প্রত্যেকটি থেকে উল্লেখযোগ্য সমর্থনও প্রয়োজন।
পশ্চিম পাকিস্থানের প্রদেশগুলির পক্ষ থেকে মিঃ ভূট্টো পূর্ব পাকিস্থানের জন্য শেখ মুজিবরের স্বায়ত্তশাসন দাবী মেনে নেবেন কিনা সেটাই হল বড় প্রশ্ন।
সোভিয়েত মহলে বিস্ময়
মস্কোর খবরে প্রকাশ পাকিস্থানের নির্বাচনী ফলাফল সোভিয়েত পর্যবেক্ষক মহলে বিস্বয়ের সৃষ্টি করছে। পূর্ব পাকিস্থানে শেখ মুজিবরের সফল সম্পর্ক ভবিষ্যৎবাণী করলেও পশ্চিম পাকিস্থানে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মিঃ ভূট্টোর পিপলস পার্টির প্রভাষক তার কিছুটা ছোট করে দেখেছিলেন।
পাক নির্বচনী ফলাফল সম্পর্কে আজও সোভিয়েট সংবাদপত্রে কোন মন্তব্য করা হয় নি। নির্বাচনী ফলাফলের কথা প্রকাশ করা হয় নি।
শেখ মুজিবর রহমানের দলও যে এক আসন পাবেন তাও সোভিয়েট পর্যবেক্ষকরা ভাবতে পারেন নি।
ব্যাঙ্ক, বীমা প্রধান শিল্পসমূহ ও পরিবহন ব্যবস্থার জাতীয়করণসহ সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করা মিঃ ভূট্টোর পিপলস পার্টির *** হয়েছে বরে রাওয়ালপিন্ডি থেকে তা সংবাদ সংস্থা জানিয়েছেন।
যদিও মিঃ ভূট্টো ভারত ও *** ঘোষণার বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিলেন, মস্কোর ধারণা, শেখ মুজিবর রহমান তাঁকে সামলাবেন। বাস্তব রাজনীতিও মিঃ ভূট্টোকে ভারত সম্পর্কে শান্ত নীতি গ্রহণের কথাই বলবে।
প্রেঃ ইয়াহিয়া খাঁ মিঃ ভুট্টো ও শেখ মুজিবর রহমানকে একত্রে ডাকবেন বলে যে গুজব প্রচারিত হয়েছে সে প্রসঙ্গে মিঃ ভূট্টো আজ লরখানাস্তে বলেন যে, তিনি এ সম্পর্কে কিছু জানেন না।
সংবিধান তৈরীর কাজকে সহজতর করার জন্য জাতীয় পরিষদের বৈঠকের পূর্বে রাজনৈতিক নেতাদের মিলিত হওয়া দরকার বলে প্রেঃ মন্তব্য করেছেন।
পূঃ পাকিস্থানে পিপলস পার্টি
মিঃ ভুট্টো পূর্ব পাকিস্থানেও পিপলস পার্টির সংগঠন তৈরী করবেন বলে জানান, ঐ দল পূর্ব পাকিস্থানে এখন নেই বললেও চলে।
আওয়ামী লীগ পশ্চিম পাকিস্থানে পাঁচজন প্রার্থী দিয়েছিলেন। তারা সকলেই পরাজিত হন।
-পি, টি, আই ও ইউ. এন. আই