কলকাতা, ১০ই ডিসেম্বর-সারা ভারত ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির চেয়ারম্যান শ্রীনলিনী গুহ পাকিস্থানের সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগের জয়কে প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির জয়ের সূচনা বলে অভিহিত করেছেন।
এস এস পি
এস এস পির রাজ্য কমিপির এ্যাডমিনিষ্ট্রেটর শ্রীহীরালাল জৈন বলেছেন ঃ এই জয় কেবলমাত্র ধর্ম নিরপেক্ষতা এবং সাম্যবাদেরই জয় নয়, কোন সামরিক শাসন যে জনগণের ইচ্ছা দমন করে রাখতে পারে না এর মধ্যে দিয়ে তাও প্রমাণিত হয়েছে।
আর এস পি
আর এস পি রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রীমাখন পাল আজ এক বিবৃতিতে বলেছেন ঃ পাকিস্থানের গণপরিষদ নির্বাচনের ফলাফলে দীর্ঘদিন সামরিক অপশাসনের তিক্ত অভিজ্ঞতার বিরুদ্ধে জনগনের আনতরিক ঘৃণার অভিপ্রকাশ ঘটেছে। এই জয় পাকিস্থানের জনসাধারণের গণতান্ত্রিক অধিকার অর্জনের সংগ্রামে প্রাথমিক জয় বলে অভিনন্দিত করছি। আশা কারি পাকিস্থানের সাধারণ মানুষের এই নির্বাচনী সাফল্য তাদেরন গণতান্ত্রিক আন্দোলন সঠিক পথে পরিচালিত হয়ে আরও সংহত ও দৃঢ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে।
কাউন্সিলারদের বিবৃতি
কলকাতা পৌরসভা সি পি এম কাউন্সিলার মহম্মদ নিজামুদ্দিন বলেন ঃ পাকিস্থানের নির্বাচনে মুজিবর রহমানের জয়লাভের ফলে ভারত ও পাকিস্থানের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে উঠবে।
ফ: ব্লক কাউন্সিলার শ্রীকলিমুদ্দিস শাসম বলেন : মুজিবর রহমানের জয়লাভের ফলে এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, পাকিস্থানের প্রেসিডেন্ট পার্লামেন্টারী গণতন্ত্র চালু করতে দেবেন না।